নিউজ ওয়েভ ইন্ডিয়া: কোভিড পরিস্থিতির জেরে বারবার ছবির নির্মাণকাজ বাধা পেলেও অবশেষে বড়পর্দায় মুক্তি পেল ‘আবার বছর কুড়ি পরে’। আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী অভিনীত এই ছবি ‘বন্ধুত্ব’ শব্দের গভীর অর্থ নতুন করে দর্শকদের সামনে তুলে ধরেছে। স্কুলজীবনের নস্ট্যালজিয়াকে ফ্রেন্ডস রিইউনিয়নের গল্পের মোড়কে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর এই ছবি।
দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে শুক্রবার জমজমাট তারকাখচিত সন্ধ্যায় ছবির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে ছবির সমস্ত কলাকুশলীরা ছাড়াও আমন্ত্রিত ছিলেন টলিউডের অসংখ্য গ্ল্যামারাস মুখ।
ফ্রেন্ডশিপ, নস্ট্যালজিয়া ও ফ্রেন্ডস রিইউনিয়ন! মূলত এই নিয়েই তৈরি ‘আবার বছর কুড়ি পরে’। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে প্রতিটি মানুষই তাঁর জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। সেখানে ছোটবেলার বন্ধুদের গুরুত্ব কোথাও ফিকে হয়ে যায়। জীবনের একটা সময় সেই বন্ধুত্বের গুরুত্ব আমরা সকলেই অনুভব করে থাকি। সেই নস্ট্যালজিয়াকে ফুটিয়ে তোলা হয়েছে ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতে। পার্শ্বচরিত্রে অভিনয় করছেন আর্য দাশগুপ্ত, পুষণ দাশগুপ্ত, তনিকা বসু, দিব্যাশা দাস সহ আরও অনেকে। প্রযোজনা প্রতীক চক্রবর্তী, সৌম্য সরকার ও অনিমেষ গঙ্গোপাধ্য়ায়ের।