নিউজ ওয়েভ ইন্ডিয়া: শেষ যাত্রায় তাঁর গায়ে সোনা ছিল না বটে, কিন্তু কালো চশমায় চোখ ঢাকা হয়েছে ‘দ্য গোল্ডেন ম্যানের’। জীবনের শেষ বেলা পর্যন্ত যে কালো চশমা তাঁর সঙ্গী ছিল, সৎকারের আগেও সেটি বাপ্পি দার সঙ্গেই। মেয়ে রেমা লাহিড়ি কান্নায় ভেঙে পড়েছেন নিজের বাবাকে বিদায় জানাতে গিয়ে। পুত্র বাপ্পাও কাঁধ দিলেন শেষযাত্রায়। চোখের জলে অন্তিম যাত্রা শুরু হয় ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ির।
সকাল ১১টা নাগাদ লাহিড়ি হাউস থেকে শুরু হয় বাপ্পি লাহিড়ির অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে যাওয়া হয় ডিস্কো কিংয়ের মরদেহ। লাহিড়ি হাউস থেকে মিনিট দশেকের দূরত্বে ভিলে পার্লের পবনহংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। মুখাগ্নি করেন পুত্র বাপ্পা লাহিড়ি।
নেটমাধ্যমে ছড়িয়ে পড়া বাপ্পির শেষ যাত্রার বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, বাপ্পা-সহ আরও কয়েক জন প্রয়াত সুরকারকে তাঁর বাড়ি থেকে শববাহী গাড়িতে তুলছেন। ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছে মরদেহ। চোখে পরানো হয়েছে সেই প্রিয় কালো চশমা। শববাহী গাড়িকেও বিশাল ছবি ও অসংখ্য ফুল দিয়ে সাজানো হয়েছে। ডিস্কো কিংয়ের রাজকীয় শেষ যাত্রা দেখতে হাজির ছিলেন অজস্র মানুষ।
বৃহস্পতিবার সকালেই বিদেশ থেকে ফিরেছেন বাপ্পা। বাবার শেষকৃত্যে কাঁধ দিতে দেখা যায় তাঁকে। উঠে হরি বোল ধ্বনি। কান্নায় ভেঙে পড়ে বাপ্পার পুত্রও। কান্নায় ভেঙে পড়েন স্বজনরাও। শেষযাত্রায় সামিল ছিলেন সঙ্গীতশিল্পী অভিজিত, মিকা ও আরও অনেকে। বাপি লাহিড়ির শেষকৃত্যে হাজির শক্তি কাপুর, ইলা অরুণ, অলকা ইয়াগনিক, মিকা সিং, বিন্দু দারা সিংও।