নিউজ ওয়েভ ইন্ডিয়া: কিছুদিন আগেই চলে গিয়েছিলেন সুভাষ ভৌমিক। এবার চলে গেলেন আরও এক প্রাক্তন তারকা সুরজিৎ সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গত ২৩ জানুয়ারি থেকে।
সুরজিৎ সেনগুপ্তের অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তারপর থেকেই শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল তাঁর। কয়েকদিন ধরেই তিনি গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন। সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২২ জানুয়ারি চলে গিয়েছেন আরও এক দিকপাল ফুটবলার সুভাষ ভৌমিক। ক্রীড়া জগত সেই শোকের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই চলে গেলেন সুভাষের ঘনিষ্ঠ বন্ধু এবং একসময়ের সতীর্থ প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তও। অতীতে বহু ডিফেন্ডারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি।
১৯৭৩ সালে মোহন বাগানে সই করেছিলেন সুরজিত্। তবে ওই এক বছরই। পরের বছরেই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে সই করেন তিনি। শুধু ময়দানই নয়, এক সময় দেশের অন্যতম সেরা উইঙ্গার ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। ১৯৭৫ সালে মোহনবাগানকে পাঁচ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তার প্রথম গোল ছিল সুরজিতের। ১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছিলেন। ১৯৮০ সালে এক বছর মহমেডানে খেলে ফের আসেন মোহনবাগানে।