Kachabadam song maker Bhuban was present at Dadagiri
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সোশ্যাল মিডিয়া সেনসেশন কাচাবাদাম গানের জনক ভুবন বাদ্যকর। সেলিব্রিটি থেকে শুরু করে তরুণ-তরুণী। এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর যিনি ‘কাঁচা বাদাম’-গানের রিল তৈরি করেননি বা গানের তালে নাচেননি। এবার সেই রাতারাতি সেলিব্রিটি বনে যাওয়া ভুবন বাদ্যকর হাজির করা হয়েছিল টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি’র মঞ্চে।

দাদাগিরির মঞ্চেও স্বমহিমায় ধরা দিলেন ভুবন বাদ্যকর। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভাইরাল হয়ে যাওয়া কাঁচাবাদাম গানের রিল দেখিয়ে ভুবন বাদ্যকরকে introduce করান ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি। এদিনও ‘বাদামকাকু’র হাতে ছিল বাদামের ঝুড়ি। গানা গাইতে গাইতে প্রতিযোগী থেকে শুরু করে দাদা, সবার হাতে তুলে দেন একমুঠো করে কাঁচাবাদাম। সব থেকে বড় কথা, দাদাগিরির মঞ্চে একরকম ছক্কা হাঁকাতে দেখা গেল ভুবন বাদ্যকরকে। তাঁর ৭টি২০ স্টাইলে দেওয়া জবাবে মাত হয়ে যান অন্য প্রতিযোগীরা। সবাইকে হারিয়ে শেষ হাসি হাসেন ভুবনই। ‘দাদা’র হাত থেকে ট্রফি নেওয়ার সময় হাততালিতে ফেটে পড়ে প্রতিযোগিতার মঞ্চ।

একেবারে সাদামাটাভাবেই দাদাগিরির মঞ্চে উপস্থাপন করা হয়েছিল ভুবনকে। তাঁর কথায় বার্তায় ধরা পড়েছিল গ্রাম্য আদল। আর তাতেই বাজিমাত। কোনও কিছুই যে কৃত্রিমভাবে তাঁর ওপর চাপিয়ে দেওয়া হয়নি তা বোঝা যাচ্ছিল ভুবনের কথায়। অনায়াস গল্প করেছেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। দাদার খুনসুটিতে হাসতেও দেখা যায় ভুবনকে।

জীবনের অভাবে কথা উঠে আসে ভুবনের মুখে। দাদা তাঁকে জিজ্ঞেস করেন, কত টাকা রোজগার হয়েছে এই গান থেকে? একটু লজ্জা পেয়ে ভুবন জানান, একবার ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল গান রেকর্ডিংয়ে। কিন্তু, সবটাকা খরচ হয়ে গেছে। শুনে সৌরভ ও প্রতিযোগীরা হেসে ওঠেন। দাদা বলেন, “টাকা তো খরচ হবেই। জীবনে কোনও কিছুই থাকে না।”

Share it