সুদীপ্ত চক্রবর্তী: দুর্গোৎসব, দীপাবলির শেষে আরও একটি উৎসব এবার শহরের দোরগোড়ায়। ৩১-তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হতে চলেছেন নভেম্বরের ৬ তারিখ থেকে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। অন্যবারের তুলনায় এবারে প্রায় এক মাস এগিয়ে এসেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। শহরে ভ্যাপসা গরম,নিম্নচাপের ভ্রুকুটি সবকিছুর মধ্যেই দামামা বেজে গেল চলচ্চিত্র উৎসবের।

মঙ্গলবার রবীন্দ্র সদনে চলচ্চিত্র উৎসব নিয়ে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেনমন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু। তারকা উপস্থিতিও ছিল ছোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, জুন মালিয়া, পরিচালক হরনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পোল্যান্ডের প্রতিনিধি জয়দীপ রায়। উদ্বোধন করা হয় ৩১-তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো ও ট্রফি।
এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। দেখানো হবে পোল্যান্ডের বাছাই করা ১৯টি ছবি। উৎসবের সূচনা হবে কালজয়ী ছবি ‘সপ্তপদী’-র প্রদর্শন দিয়ে। ৬ নভেম্বর বিকেল ৪টেয় ধন ধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সূচনা হবে ৩১-তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। নৃত্য পরিবেশন করবেন শিল্পী ডোনা গাঙ্গুলি। বিকেল ৫.৩০ থেকে দেখানো হবে উত্তমকুমার, সুচিত্রা সেনের চিরন্তন রোম্যান্টিক সিনেমা ‘সপ্তপদী’।

এই বছর চলচ্চিত্র উৎসবে ভারত সহ মোট ৩৯টি দেশে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। এগুলির মধ্যে পূর্ণ দৈর্ঘের ছবি ১৮৫টি। এবং বাকি ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। এবছর ১৮টি ভারতীয় ভাষা ছাড়াও ৩০টি বিদেশি ভাষার ছবি স্থান পেয়েছে এই চলচ্চিত্র উৎসবে। প্রতিবারের মতো এবারেও থাকছে বিভিন্ন বিভাগে একাধিক ছবি প্রতিযোগিতা। এবারেও থাকছে সিনে আড্ডা বিভাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিভাগের নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। এই বছরেও কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান জানানো হবে কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্বদের। এবছর শতবর্ষ উৎযাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টন-এর। প্রবাদ প্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের বেশ কয়েকটি বিখ্যাত ছবিও দেখানো হবে উৎসবে। সেই তালিকায় রয়েছে ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’, ‘বাড়িথেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’ সহ বেশ কয়েকটি ছবি। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, রাজা মিত্র, অরুণ রায়, শশী আনন্দ ও ডেভিড লিঞ্চ-কে। সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন কালজয়ী সিনেমা ‘সোলে’-র পরিচালক রমেশ সিপ্পি। এ বছর ‘সোলে’-এর ৫০ বছর পূর্তি। সাম্প্রতিককালে ১৫টি বিদেশি ছবি প্রদর্শন হবে এবারের চলচ্চিত্র উৎসবে।