India win
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সুনীল ছেত্রীর একমাত্র গোলে জিতে SAFF Cup-এ আশা জিইয়ে রাখল ভারত। মলদ্বীপে নেপালকে ১-০ গোলে হারায় নীল বাহিনী। ম্যাচের ৮২ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন সুনীল।


টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে এই অবস্থায় খেলতে নেমে তেড়েফুঁড়ে শুরু করে ভারত। কিন্তু, গোলের মুখ খুলতে পারেনি সাত বারের SAFF বিজয়ীরা। ৩৪ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ মিস করেন সুনীল ছেত্রী। ইয়াসিরের পাস থেকে বল পাওয়ার পর ফাঁকা গোলে তা ঠেলতে ব্যর্থ হন সুনীল ছেত্রী। বাইরে শট মারেন তিনি।

৫৭ মিনিটের মাথায় ইয়াসিরের ক্রস থেকেই মনবীর সিংহের হেড গোলে ঢোকার মুখে অসাধারণ দক্ষতায় বাঁচান নেপালের গোলরক্ষক কিরণ লিম্বু। আক্রমণের ঝাঁঝ বাড়াতে অনিরুদ্ধ থাপা এবং উদান্ত সিংহকে একসঙ্গে নামিয়ে দেন কোচ স্টিমাচ। অবশেষে আসে কাঙ্খিত গোল। ৮২ মিনিটে ব্রেন্ডনের ভাসানো ক্রস হেড করে ছেত্রীকে দেন ফারুখ চৌধুরি। সেই বলে পা ছুঁয়ে গোল করেন ভারত অধিনায়ক।

লিগ তালিকায় তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। ফাইনালে উঠতে গেলে শেষ ম্যাচে মলদ্বীপকে হারাতেই হবে সুনীলদের।

Share it