নিউজ ওয়েভ ইন্ডিয়া: দাবায় নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ১৮ বছরের ডি গুকেশ। ১৪ ম্যাচের এই দাবা চ্যাম্পিয়নশিপে চেন্নাইয়ের এই কিশোর দাবাড়ু পরাজিত করেন চিনের ডিং লিরেন-কে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি। সেইসঙ্গে ভাইলেন গ্যারি ক্যাসপারভের রেকর্ড।
মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্যাসপারভ। সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এতদিনকার সেই রেকর্ড ভেঙে দিলেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে গুকেশ জিতে নিলেন বিরাট অঙ্কের আর্থিক পুরস্কারও। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় গুকেশ পেলেন মোট ১৩.৫ লক্ষ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় গুকেশের প্রাপ্তি ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। অপরদিকে চিনের প্রতিযোগী হারলেও তাঁর পকেটে ঢুকেছে নয় কোটি ৭৫ লক্ষ টাকা।
বৃহস্পতিবার ১৪-তম ম্যাচে কালো ঘুঁটি নিয়ে খেলেন গুকেশ। জেতার পর আবেগে গুকেশকে কাঁদতে দেখা যায়। তবে তিনি খুব তাড়িতাড়ি নিজেকে সংযত করে ফেলেন। তারপরেই মুষ্টিবদ্ধ দুটি হাত আকাশে তুলে ধরেন। গুকেশ জেতার পর ক্রীড়া, রাজনৈতিক সহ দেশের সর্বস্তর থেকেই শুভেচ্ছা বন্যা বয়ে যায় তাঁর উদ্দেশে।