Prabhsukhan Singh Gill
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: উড়ন্ত বাজপাখি। মাত্র ২২ বছর বয়সেই আইএসএল গোল্ডেন গ্লাভস জয় করে মাতিয়ে দিয়েছিলেন দেশের ফুটবলপ্রেমীদের। সেই প্রভসুখন গিলের সঙ্গে তিন বছরের চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল এফসি। তবে কেরল ব্লাস্টার্সকে এজন্য কী পরিমান ট্রান্সফার ফি দিতে হয়েছে সেটা অবশ্য গোপনই রাখা হলো। যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা ১ কোটি ২০ লক্ষ।

গিলের অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বসিত ইমামি গ্রুপের কর্তা সন্দীপ আগরওয়াল। তিনি বলেছেন, আমরা ভালো দল গঠন করতে বদ্ধপরিকর। আর সেই ভালো দলে প্রভসুখনের অন্তর্ভুক্তি আরও আমাদের দলকে শক্তিশালী করবে। গিলের ইতিপূর্বে আইএসএল গোল্ডেন গ্লাভস জয় এবং প্রথম দলের নিয়মিত হওয়াটা আমাদের পক্ষে মঙ্গলজনক।

প্রভসুখন কে নিয়ে উচ্ছ্বসিত লাল হলুদের হেড কোচ কার্লস কুয়াদ্রতও। তিনি বলেছেন, আমি খুবই খুশি প্রভসুখনকে আমাদের দলে পাওয়ায়। প্রভসুখন দেশের অন্যতম সেরা প্রতিভা। ওর গোল্ডেন গ্লাভস পুরস্কারই সেটা বলে দেয়। আমি অনেকদিন ধরেই ওকে দলে পেতে চাইছিলাম। তাই অবশেষে গিলকে দলে আনতে পারায় আমি বিনিয়োগকারী কর্তাদের কাছে কৃতজ্ঞ। আমি ইস্টবেঙ্গল ভক্তদের আশ্বাস দেব, এই প্রভসুখন ইমামি ইস্টবেঙ্গলের কাছে বিশাল প্রাপ্তি। ও ভবিষ্যতের তারকা।

লুধিয়ানায় জন্ম প্রভসুখন চন্ডীগড় ফুটবল একাডেমিতে তার ফুটবল জীবন শুরু করেছিলেন। এছাড়াও খেলেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট একাডেমী ইন্ডিয়ান অ্যারজে। ২০১৭ তে। ২০১৭ তে অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপে ভারতীয় দলের গোলকিপার ছিলেন গিল। ২০১৯-এ ব্যাঙ্গালুরু এফসি তে যোগদান। ২০২০-তে পারো এফসি কে ৯-১ গোলে পরাজিত করার সেই ঐতিহাসিক ম্যাচে তিন কাঠির নিচে দাঁড়িয়ে ছিলেন তিনি। কেরল ব্লাস্টার এফসিকে ২০২১-২২ মরসুমে তার বিশ্বস্ত হাতই রানার্সআপ করেছিল। ওই মরসুমে সর্বোচ্চ সাতটি ক্লিন শিট রেখেছিলেন গিল। সেভ করেছিলেন 47টি। যা তাঁকে গোল্ডেন গ্লাভসের সম্মান এনে দিয়েছিল। আইএসএল এ ২০২২-২৩ মরসুমেও তার দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছিলেন কেরল ব্লাস্টার্সে। গত মরশুমে চারটি ক্লিন সিট রেখেছিলেন গিল। ১৯ টা ম্যাচে সেভ করেছিলেন 40 টি।

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে প্রভসুকান গিল জানিয়ে দিলেন, শতাব্দী প্রাচীন এই ক্লাবে যোগ দিয়ে তিনি আপ্লুত। এই লাল হলুদ জার্সি পড়ার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। তিনি তাঁর ১০০ শতাংশ ক্ষমতা এই ক্লাবে প্রয়োগ করবেন বলেও আশ্বাস দিয়েছেন গিল। সেই সঙ্গে এটাও জানাতে ভোলেননি ২০১৮ তে ইন্ডিয়ান অ্যারোজ এর হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই তাঁর সিনিয়র দলে অভিষেক ঘটেছিল। স্পোর্স অফ ইন্ডিয়া কলকাতা

Share it