নিউজ ওয়েভ ইন্ডিয়া: সি এফ এল শুরু হতে এখনো সপ্তাহ দুয়েক বাকি। কিন্তু ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএফসি টিম। মোহনবাগান মাঠে জোর কদমে চলছে সিএফএল এর প্রিমিয়ার ডিভিশন খেলার প্রস্তুতি। সোমবার সকালে দলের ছেলেদের অনুশীলন করাচ্ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর জামশেদ নাসিরি ও কোচ কুমারেশ ভাওয়াল। জুনিয়র ছেলেদের নিয়ে গড়া এই টিম গত মরসুমে প্রথম ডিভিশনেই সাড়া জাগিয়েছিল। ভালো পারফরম্যান্সের জন্য বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারকে ডেকে নেয় মোহনবাগান রিজার্ভ দল। এবার সেই শূন্যস্থানগুলিতে আরও বেশ কয়েকজন ফুটবলারকে ট্রায়াল দিয়ে দলে নিয়ে এসেছেন জামশেদ নাসিরি ও কুমারেশ ভাওয়াল।
এবার প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ এ তে যথেষ্ট কঠিন গ্রুপে রয়েছে ক্যালকাটা ফুটবল ক্লাব। এই গ্রুপে রয়েছে মোহনবাগান এসজি ও মহামেডানের মত শক্তিশালী টিম। কিন্তু তা সত্ত্বেও ভয়ে গুটিয়ে থাকতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। প্রাক্তন কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসিরি জানালেন, এই ছেলেদের উপর তাঁর যথেষ্ট ভরসা আছে। সিএফএল-এ এবার তারা ভালো রেজাল্ট করবে বলে আশাবাদী তিনি।
একই কথা শোনা গেল কোচ কুমারেশ ভাওয়ালের গলাতেও। তিনিও জানিয়ে দিলেন এই আনকোরা ছেলেদের কাছ থেকে এবার এনার্জিটিক ফুটবল উপহার পাবেন দর্শকরা। তবে ফর্মেশনের কচকচানি নিয়ে মাথা ঘামাতে রাজি নন কোচ কুমারেশ ভাওয়াল। আপাতত ফুটবলারদের ভুলত্রুটি শুধরে দিয়ে ভালো খেলাই তাঁর লক্ষ্য।
এদিন অনুশীলনে ছোট ছোট দল করে ফুটবলারদের খেলালেন দুই কোচ। চলল সেট পিস অনুশীলনও। সিএফএল-এ গ্রুপ ওয়ানে মোহনবাগান এসজি ও মহামেডান ছাড়াও সিএফসির সঙ্গে রয়েছে টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট এমএস, আর্মি রেড, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড এসসি ও পাঠ্য চক্র। একেবারে আনকোরা নতুন প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়ে তোলা এই সিএফসি দল এবার সিএফএল-এ প্রিমিয়ার ডিভিশনে বড় দলগুলিকে কতটা বেগ দিতে পারে সেটাই দেখার।