নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের ফিনিশার ধোনিকে ফিরে পাওয়া গেল এবারের IPL-এ। তাঁর ৬ বলে ১৮ রানের দাপটে ফাইনালে উঠে গেল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। দু বল বাকি থাকতেই চেন্নাইকে ফাইনালে পৌঁছে দিল ধোনির চওড়া ব্যাট। দিল্লি হারল ৪ উইকেটে। ঋতুরাজ গায়কোয়াড ৭০ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হন।
.@Ruutu1331 is adjudged Man of the Match for his brilliant knock of 70 as #CSK win by 4 wickets in #Qualifier1.#VIVOIPL pic.twitter.com/vrqD35NAFn
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসকে শুরুতেই হারাতে হয় শিখর ধাওয়ানকে। তবে ধামাকাদার ব্যাটিং উপহার দেন পৃথ্বী শ। জোড়া হাফ-সেঞ্চুরি করেন পৃথ্বী শ ও ঋষভ পন্থ। ৫১ রানে অপরাজিত ছিলেন দিল্লির অধিনায়ক। হেটমেয়ার করেন ৩৭ রান।
দিল্লির ১৭২ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের হয়েও ডাবল হাফ-সেঞ্চুরি করেন ঋতুরাজ ও উত্থাপ্পা। ৫০ বলে ৭০ রান করেন ঋতুরাজ। ৪৪ বলে ৬৩ রান করেন রবিন উত্থাপা। তবে ৬ বলে ১৮ রান করে ফের একবার ভক্তদের হৃদয় জয় করলেন মহেন্দ্র সিং ধোনি। নিজে হাতে জয় এনে দিলেন চেন্নাইকে।