EB Kit Partner
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: SC East bengal-এর আসন্ন ISL মরসুমে নতুন কিট পার্টনার হতে চলেছে রেয়াউর স্পোর্টস (Reyaur Sports)। এমন খবর শোনা গেছে বিশেষ সূত্রে। যদিও সরকারিভাবে এখনও দলের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও। Reyaur Sports-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার ফুটবল সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম ও মার্চেন্ডাইজ করবে লাল-হলুদ কর্তৃপক্ষ।


ISL-এর আরও একটি ক্লাব FC Goa-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ Reyaur Sports। গত সুপার লিগেও এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল FC Goa। তাদের যাবতীয় কিট ও মার্চেন্ডাইজ প্রস্তুতকারক এই সংস্থাটি। দেশিয় এই সংস্থাটি খুবই দ্রুত খেলাধুলোর বাজারে উঠে এসেছে।

Share it