নিউজ ওয়েভ ইন্ডিয়া: ISL শুরু হতে বাকি ৪০ দিন। আর কিছুদিনের মধ্যেই গোয়ায় শুরু হয়ে যাবে ATK মোহনবাগানের অনুশীলন। এরই মধ্যে দলের তিন প্রধান ফরওয়ার্ডের স্তুতিতে মেতে উঠেছে ISL ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ও মনবীর সিং-এর ছবি পোস্ট করে গত মরসুমে তাদের পরিসংখ্যান প্রকাশ করেছে সবুজ-মেরুন শিবির।
গত ISL-এ মোট ৩২টি গোলের মধ্যে এই ট্রায়োরই রয়েছে ২৬টি গোল। অর্থাৎ ৮১ শতাংশেরও বেশি গোল এই তিন স্ট্রাইকারের। সুতরাং এই মরসুমেও বিপক্ষ দলগুলির কাছে এই পরিসংখ্যান দিয়ে হুঁশিয়ারি দেওয়া হল বলেই মনে করছে ক্রীড়াপ্রেমীরা। গোয়ার মাঠে আগুন ঝরানোর জন্য তৈরি দলের এই তিন ফরওয়ার্ড।
It’s #Staturday! 🧠
The Mariners’ trio fired in 2️⃣6️⃣ GOALS out of the 32 scored by the club in the 2020-21 #HeroISL season!
That’s an 81.2% goal contribution from the three players for @atkmohunbaganfc! 🤯🔥#LetsFootball pic.twitter.com/Y8IXboqcLx
— Indian Super League (@IndSuperLeague) October 9, 2021
এদিকে সোশ্যাল মিডিয়ায় ATK Mohun Bagan-এর এই পোস্টটি রিটুইট করেছেন স্বয়ং রয় কৃষ্ণা। যিনি বিশ্বের প্রথম সারির স্পোর্টস ম্যাগাজিন ‘World Sports’-এর প্রথম ৫০০ ফুটবলারের তালিকায় রয়েছেন।