নিউজ ওয়েভ ইন্ডিয়া: লাল-হলুদে যোগ দিলেন আরও এক স্বদেশি সেন্টার ব্যাক এস গৌতম সিং। ১৯ বছরের প্রতিভাবান তরুণ এই গৌতম সিং লালরিনলিয়ানা নামতে ও অমরজিৎ কিয়ামের সঙ্গে আসন্ন ISL-এ SC East Bengal-এ খেলবেন। দলের তরফে টুইট করে বৃহস্পতিবার এখবর জানানো হয়েছে।
🤝🅹🆄🆂🆃 🅸🅽🤝
19-year old centre-back 𝐒 𝐆𝐨𝐮𝐭𝐚𝐦 𝐒𝐢𝐧𝐠𝐡 becomes our third developmental player along with Lalrinliana Hnamte and @AmarjitKiyam8 .
"I am happy to be part of SC East Bengal. I am eager to learn and make the most of the opportunity."#WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/bZlvucKnXJ
— SC East Bengal (@sc_eastbengal) October 7, 2021
গৌতম সিং ইস্টবেঙ্গলের ঘরের ছেলে। ইস্টবেঙ্গলের অ্যাকাডেমিতেই বেড়ে উঠেছেন। ডুরান্ড কাপে হায়দরাবাদ FC-এর হয়ে খেলতে দেখা গেছে তাঁকে।
লাল-হলুদ শিবিরে যোগ দিয়ে গৌতম জানিয়েছেন, আমি খুব খুশি ইস্টবেঙ্গলে আবার খেলার সুযোগ পেয়ে। আমি বেশিরভাগ ম্যাচেই খেলে অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।”