Daniel Chima
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শুক্রবারেই ভারতে আসছেন ড্যানিয়েল চিমা! বিশেষ সূত্রে জানা গেছে এমনই খবর। নাইজেরিয়ার এই স্ট্রাইকার বাদে দলের প্রায় সবই স্বদেশি ও বিদেশি ফুটবলার ও কর্মকর্তারা গোয়ার হোটেলে কোয়ারেন্টাইন পর্ব কাটাচ্ছেন। চিমা দলে যোগ দিলে তাঁকে ৮দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।

এদিকে দু-একদিনের মধ্যেই SC East Bengal দলের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে। এরপরই ম্যানুয়েল মানোলো ডিয়াজ় গোটা দলকে নিয়ে ভাস্কোর মাঠে অনুশীলনে নেমে পড়বেন। তবে চিমা দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় তাঁর অনুশীলন শুরু করতে দেরি হবে। Visa সমস্যার জন্যই তাঁর দলে যোগ দিতে দেরি হল।

অপরদিকে লাল-হলুদ শিবিরের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলন শুরু করলেই তাদের প্র্যাকটিস কিট দেওয়া হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে লাল-হলুদ কর্তৃপক্ষ।

Share it