Roy Krishna
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫০০ ফুটবলারের মধ্যে নাম রয়েছে ATK Mahun Bagan-এর তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণার। বিশ্ব বিখ্যাত ফুটবল ম্যাগাজিন World Soccer এই তালিকা প্রকাশ করেছে। তাতে রয়েছে গত Hero ISL-এর গোল্ডেন বল জয়ী এই ফুটবলার।

শুধু নাম থাকাই নয়। ATK Mahun Bagan-এর এই তারকা ফুটবলারের প্রশংসাও করা হয়েছে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনে। Fiji-র মতো একটি ছোট্ট দেশ থেকে উঠে এসে কীভাবে নিজেকে ফুটবল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করলেন সেই গল্পও বলা হয়েছে এই বিশ্বখ্যাত ফুটবল ম্যাগাজিনটিতে। বলা হয়েছে, ফিজি-র মতো দেশে রাগবি অত্যন্ত জনপ্রিয়। সেখান থেকে ফুটবলার হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন সবুজ-মেরুনের এই স্ট্রাইকার।

২০১৬-র অলিম্পিক্সে মেক্সিকোর বিরুদ্ধে তাঁর করা গোলেরও উল্লেখ রয়েছে ওই ম্যাগাজিনের লেখায়। ২০১৯-এ ওয়েলিংটন ফিনিক্স ছেড়ে ISL খেলতে ভারতে চলে আসেন ফিজি-র এই তারকা ফুটবলার। সেবছর ATK FC-র হয়ে আইএসএল-এ সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। করেছিলেন ১৫টি গোল। তারপর থেকেই তিনি ভারতীয় ফুটবলপ্রেমীদের নয়নের মণি হয়ে উঠলেন। গতবছর এটিকে মোহনবাগানের হয়েও সর্বোচ্চ গোলদাতার শিরোপা অর্জন করেন। ১৪টি গোল করে গোল্ডেন বল পান রয় কৃষ্ণা।

তাঁর বল পায়ে অসাধারণ দক্ষতা প্যাসিফিক অঞ্চলে তাঁকে ইতিমধ্যেই কিংবদন্তির আসনে বসিয়েছে। বহু তরুণ ফুটবলারের কাছে তিনি প্রেরণা। এটিকে মোহনবাগানের স্প্যানিশ হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসেরও অত্যন্ত প্রিয় ফুটবলার এই তারকা স্ট্রাইকার। হাবাস বলেছেন, “আসন্ন আইএসএল মরশুমেও রয় কৃষ্ণ আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। গত ছয় মাস ও ফুটবলের বাইরে থাকায় সম্প্রতি তেমন ফর্মে নেই। কিন্তু ওর মতো খেলোয়াড় খুব শিগগিরই ফর্মে ফিরবে।”

এদিকে রয় কৃষ্ণা জানিয়েছেন, গতবারের মতো এবারেও তিনি নিজের সেরাটা দিতে চান। “সব ম্যাচেই দলকে জেতাতে চাই। আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। গতবার ভালো খেলা সত্ত্বেও আমরা আইএসএল-এ রানার্স হই। কিন্তু সেসব নিয়ে এখন আর ভাবতে চাই না। এখন সামনের দিকে তাকাতে চাই।”

Share it