ATK MohunBagan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: AFC কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করল ATK মোহনবাগান। দলে ফিরেছেন মাইকেল সুসাইরাজ ও প্রবীর দাস। আগামী ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানে FC Nasaf-এর বিরুদ্ধে AFC কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে নামছে হাবাসের দল।


এর আগে হেড কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস জানিয়েছেন, “আমরা নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি হচ্ছি। তবে এফ সি নাসাফ ও শক্তিশালী দল।” তাঁর মতে, এই ধরনের ম্যাচ হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে হওয়া উচিত। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের দলকেও শক্তিশালী করে তুলতে চেষ্টার ত্রুটি রাখছেন না হাবাস।

অনুশীলনে ফিনল্যান্ডের বিশ্বকাপার ইওনি কাউকো-কে ডেকেছেন তিনি। থাকছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরিও। সেইসঙ্গে থাকছেন উইং ব্যাক মাইকেল সুসাইরাজ ও প্রবীর দাস। সুসাইরাজ ও প্রবীর কেউই মলদ্বীপে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলতে পারেননি। তাই তাদের বিশেষভাবে অনুশীলন করাচ্ছেন হাবাস।

Share it