MI vs CSK
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: IPL 2021-এর হাত ধরে ফের স্টেডিয়ামে ফিরতে চলেছে দর্শক। দুবাইয়ে ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ থেকেই দর্শকরা স্টেডিয়ামে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। বৃহস্পতিবার থেকেই অনলাইনে বিক্রি করা হবে টিকিট।


টিকিট পাওয়া যাবে www.iplt20.com ওয়েবসাইটে। এছাড়াও PlatinumList.net সাইট থেকেও টিকিট কাটতে পারবেন দর্শকরা। মে মাসে ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় মাঝপথে IPL স্থগিত রাখতে বাধ্য হয় BCCI.

তবে স্টেডিয়ামে দর্শক প্রবেশাধিকার থাকলেও গ্যালারি ভরতি দর্শক হবে না। IPL কমিটি সূত্রে জানা গেছে, মাঠে বসে ম্যাচ দেখার অনুমতি পাবেন নির্দিষ্ট সংখ্যক দর্শক। আয়োজকদের এই ঘোষণার ফলে ২০১৯ সালের পর এই প্রথম দর্শকদের উপস্থিতিতে IPL-এর ম্যাচ আয়োজিত হতে চলেছে। গতবারের মতো আর আমিরশাহির স্টেডিয়ামগুলিতে ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে না রোহিত-কোহলি-ধোনিদের।

তবে শুধু IPL নয়, আসন্ন T-20 বিশ্বকাপেও মাঠে দর্শক ফিরতে চলেছে। আমিরশাহি ক্রিকেট বোর্ড আর সরকারের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড এব্যাপারে আলোচনা অনেকটাই ইতিবাচক হয়েছে। এর আগে ইউরো কাপ ও ভারত-ইংল্যান্ড সিরিজের ম্যাচেও দর্শকরা মাঠে বসে খেলা দেখেছেন।

Share it