নিউজ ওয়েভ ইন্ডিয়া: এক চিমাকে কলকাতা ময়দান এক নামে চেনে। সেই চিমা ওকোরি বড় আদরের, ভালোবাসার ছিল শহরের ফুটবল প্রেমী মানুষের। এবার আরও এক চিমা কলকাতা মাতাতে আসছে। SC East Bengal-এর তৃতীয় বিদেশি হিসেবে দলে যোগ দিচ্ছেন তিনি। তবে ক্লাবের তরফে অফিসিয়ালি এখনও নাম ঘোষণা হয়নি।
৩০ বছরের চিমার পুরো নাম ড্যানিয়েল চিমা চুকউ। নাইজেরিয়ার নাগরিক চিমা ফেসট্যাক স্পোর্টের হয়ে প্রথম খেলতে শুরু করেন। এরপর ২০১০-এ নরওয়ের প্রথম ডিভিশনের দল লিনে খেলতে শুরু করেন। কেরিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে মোট ২৬৪টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৯৫টি গোল। শেষ দু’বছর চিনের লিগ ওয়ানে তাইঝু ইউয়ান্ডারের হয়ে খেলেছেন চিমা। সেখান থেকেই এবার তিনি আসছেন লাল হলুদে।
The choice for SC East Bengal fans is clear. Majority wants to know about the Nigeran striker. It’s Chima.#Indianfootball #Transfers #SCEB
— Marcus Mergulhao (@MarcusMergulhao) September 14, 2021
নব্বইয়ের দশকের পর ফের গ্যালারিতে চিমা চিমা ধ্বনি শোনা না গেলেও বাড়ির ড্রয়িংরুম সরগরম হয়ে উঠতে চলেছে চিমার নামে। নস্ট্যালজিক লাল হলুদ সমর্থকরা আরও একবার চিমা ম্যাজিক দেখার অপেক্ষায়।