নিউজ ওয়েভ ইন্ডিয়া: ক্রোয়েশিয়ার বিদেশি ফুটবলারকে সই করিয়ে বড় চমক দিল SC East Bengal। তৃতীয় বিদেশি ফুটবলার হিসেবে ফ্রাঞ্জো প্রসকে সই করাল লাল-হলুদ শিবির। এক বছরের চুক্তিতে তাঁকে সই করানো হয়েছে।
🚨𝐈𝐓'𝐒 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋🚨
Former Lazio centre-back 𝗙𝗿𝗮𝗻𝗷𝗼 𝗣𝗿𝗰𝗲 from 🇭🇷has put pen-to-paper on a one-year deal that will keep him with us till the end of the season.
🔴🟡📝#FranjoIsOurs #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/s55ZdC37Ui
— SC East Bengal (@sc_eastbengal) September 15, 2021
মাত্র ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার ইটালির সিরি আ ও সিরি বি-তে খেলেছেন ফ্রাঞ্জো। এছাড়া ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের প্রথম ডিভিশনে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব স্লাভেন বেলুপো থেকে এসসি ইস্টবেঙ্গলে খেলতে আসছেন ফ্রাঞ্জো। এর আগে ১০৭টি ক্লাব ম্যাচ খেলেছেন তিনি।