Franzo Prce
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ক্রোয়েশিয়ার বিদেশি ফুটবলারকে সই করিয়ে বড় চমক দিল SC East Bengal। তৃতীয় বিদেশি ফুটবলার হিসেবে ফ্রাঞ্জো প্রসকে সই করাল লাল-হলুদ শিবির। এক বছরের চুক্তিতে তাঁকে সই করানো হয়েছে।


মাত্র ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার ইটালির সিরি আ ও সিরি বি-তে খেলেছেন ফ্রাঞ্জো। এছাড়া ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের প্রথম ডিভিশনে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব স্লাভেন বেলুপো থেকে এসসি ইস্টবেঙ্গলে খেলতে আসছেন ফ্রাঞ্জো। এর আগে ১০৭টি ক্লাব ম্যাচ খেলেছেন তিনি।

Share it