নিউজ ওয়েভ ইন্ডিয়া: এ যেন ক্রীড়াক্ষেত্রের মহামিলন। ক্যারাটে থেকে বাস্কেটবল, সাঁতার থেকে বক্সিং। বর্ণাঢ্য শোভাযাত্রায় মিলেমিশে একাকার সবই। রবিবার সকালে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘অলিম্পিক ডে রান’-এর আয়োজন করা হয়েছিল শহরে। উত্তর কলকাতার হেদুয়া থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত চলে সেই দৌড়। তাতে যোগ দিয়েছিলেন প্রাক্তন অলিম্পিয়ানরাও।
অলিম্পিক ডে রান প্রত্যেক বছর 23 জুন থেকে 30 জুনের মধ্যে যে কোনও দিন বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে পালিত হয়। কোভিড পরিস্থিতির জন্য দু বছর বন্ধ ছিল এই রান। এ বার কলকাতায় বড় করে অলিম্পিক ডে রান-এর আয়োজন করা হয়েছিল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। অলিম্পিক ডে রান-এর শুরুতে পতাকা উত্তোলন করেন সংস্থার প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়। ছিলেন সহ-সভাপতি কমল কুমার মৈত্র, সাধারণ সম্পাদক জহর দাস কোষাধ্যক্ষ রূপেশ কর সহ অন্যান্য কর্তারাও। ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, মৌমা দাস, পৌলমী ঘটক, সুস্মিতা সিংহ রায় সহ আরও অনেকে। এরপর ঐতিহ্যবাহী অলিম্পিক মশাল জ্বালানো হয়।
দৌড় শেষের পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের 100 বছর পূর্তি হচ্ছে। সেই উপলক্ষে আগামী দিনে অনেক পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থার সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় ও সহ সভাপতি কমল কুমার মৈত্র।
রবিবার সকালে এই রান-এ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনস্ত 30 টির বেশী অ্য়াসোসিয়েশনের সদস্য এবং কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। এই উপলক্ষে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন জেলা থেকে ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা এসেছিলেন অলিম্পিক ডে রানে অংশ নিতে। প্রজ্জ্বলিত মশাল সহ দৌড়ে অংশ নিতে দেখা গেছে সাধারণ মানুষকেও।