নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন ফুটবল মরসুমের জন্য জার্সি উন্মোচন করল কলকাতার অন্যতম প্রাচীন ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। শনিবার বিকেলে ক্লাব তাঁবুতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট প্রাক্তন ফুটবলার ও অতিথিদের সামনে নতুন জার্সি প্রকাশ করা হয়। ছিলেন IFA সচিব অনির্বাণ দত্ত, চেয়ারম্যান সুব্রত দত্ত, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, মোহনবাগান তারকা কিয়ান নাসিরি ও ইস্টবেঙ্গল তারকা হীরা মণ্ডল।

১৪২ বছরের প্রাচীন এই ক্লাব কলকাতা ফুটবল লিগে প্রথম ডিভিশনে খেলে। এবার প্রিমিয়ার ডিভিশনে খেলাই লক্ষ্য ক্লাবকর্তাদের। সেই উদ্দেশ্যে ঢেলে সাজানো হচ্ছে ক্লাবের ফুটবল পরিকাঠামো। বিগত ৫ বছরের মতো এবারেও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর তরফে এবার মূল স্পনসর হিসেবে ক্লাবের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শুভঙ্কর সেনও।

ক্লাবের তরফে এদিন সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট তরুণ ফুটবলার মোহনবাগান তারকা কিয়ান নাসিরি ও ইস্টবেঙ্গল তারকা হীরা মণ্ডলকে। সম্মান জানানো হয় বিশিষ্ট প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যকেও। এছাড়াও ক্লাবে 5A সাইড ফুটবল ও ফুটসল টুর্নামেন্টেরও আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এজন্য ক্লাবের মাঠ ও ড্রেসিংরুমও নতুনভাবে গড়ে তোলা হয়েছে।