নিউজ ওয়েভ ইন্ডিয়া: দেশের অন্যতম সেরা গোলকিপার বিশাল কাইথকে তিন বছরের চুক্তিতে সই করালো এটিকে মোহনবাগান। এর আগে আরেক গোলকিপার আর্শ আনোয়ার শেখের সঙ্গে চুক্তি করে সবুজ মেরুন। দুই গোলকিপারকে তিন সপ্তাহের জন্য স্পেনে প্রাক মরসুম শিবিরের জন্য পাঠানো হচ্ছে। সেখানে গোলকিপার কোচ জেভিয়ার পিনদাদো এবং কোচ জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে অনুশীলন করবেন তাঁরা। মরসুম শুরু থেকেই গোলকিপারদের ভালো ফর্ম ধরে রাখতে স্প্যানিশ কোচ এই বিশেষ অনুশীলনের ব্যবস্থা করেছেন।
অন্যদিকে দল গুছিয়ে নিচ্ছে মহামেডানও। বেশ কয়েকদিন ধরেই ক্লাবে পুরনো কয়েকজন ফুটবলারকে রেখে তার পাশাপাশি ভালো মানের দেশি ও বিদেশি ফুটবলারদের একেরপর এক সাইন করিয়ে যাচ্ছেন ক্লাবকর্তারা। এবার তালিকায় নবতম সংযোজন প্রতিশ্রুতিমান ডিফেন্ডার দীপু হালদার। আসন্ন মরসুমে সাদাকালো ব্রিগেডের হয়ে খেলতে দেখা যাবে দীপুকে। এর আগে দীপু ইন্ডিয়ান অ্যারোজ ও হায়দরাবাদ এফসির বি টিমে খেলেছেন। সেখান থেকেই মহামেডান শিবিরের নজরে পড়েন দীপু। উনিশ বছরের এই ডিফেন্ডার এবার আন্দ্রে চেরনিশভের অন্যতম ভরসা হয়ে ওঠেন কিনা সেটাই এখন দেখার।