নিউজ ওয়েভ ইন্ডিয়া: ঐতিহ্যশালী ক্লাব হাওড়া ইউনিয়নের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২২তম ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ২৮ ও ২৯ জানুয়ারি মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে গ্রুপ লীগের খেলাগুলি অনুষ্ঠিত হবে। নকআউট ম্যাচগুলি হবে পাঁচই ফেব্রুয়ারি ইডেন গার্ডেনসে।
আয়োজকরা জানিয়েছেন, ২৪টি কর্পোরেট টিম এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে। শুক্রবার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই টুর্নামেন্টের গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ ট্রফির আবরণ উন্মোচন করা হয় অন্যান্য অতিথিদের উপস্থিতিতে। ক্লাবের তরফে জানানো হয়েছে, শতবর্ষ পূর্তি উপলক্ষে শুধু ডবল উইকেট টুর্নামেন্ট নয়, আরও বেশ কিছু ক্রীড়া সংক্রান্ত কর্মসূচির আয়োজন করা হচ্ছে আগামী দিনে।