বিশাল কাইথ (ফাইল ফোটো)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফাইনালে উঠতে হলে সোমবারের সেকেন্ড লেগের সেমি ফাইনাল জিততেই হবে এটিকে মোহনবাগানকে। প্রথম সেমিফাইনালে হায়দ্রাবাদ এফ সির সঙ্গে গোলশূন্যভাবে অমীমাংসিত থাকে ম্যাচের ফলাফল। তাই যুবভারতীতেই সেমিফাইনালে চূড়ান্ত হবে ফাইনালের টিকিট পাবে কোন দল। সেই নিয়ে সমর্থকদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।

শুক্রবার সকালে হায়দ্রাবাদে হালকা অনুশীলনের পর সন্ধ্যায় শহরে ফিরেছে মেরিনার্সরা। শনিবার এবং রবিবার চূড়ান্ত প্রস্তুতি নেবে সবুজ মেরুন ব্রিগেড। ইতিমধ্যেই ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগের সেরা গোলকিপারের মর্যাদা পেয়ে গিয়েছেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। হায়দ্রাবাদ ম্যাচে তার হাতে শোভা পেয়েছে গৌরবের স্বীকৃতির সেই সোনালী আর্ম ব্যান্ড। গোল্ডেন গ্লাভস পাওয়া সত্ত্বেও গোলের নিচে দাঁড়িয়ে সর্বাধিক ১১ টি ম্যাচ অপরাজিত বিশালের গলাতে প্রতিজ্ঞার সুর। পুরো দলের শরীরী ভাষাই পাল্টে গিয়েছে।

হায়দ্রাবাদের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নেওয়ার আগে জানালেন, “গোল্ডেন গ্লাভস পেয়ে ভালো লাগছে। যে কোনো গোলকিপারের কাছেই এটা স্বপ্ন। জীবনে প্রথমবার এই সম্মান পেলাম। এটা আগামী দিনে আমাকে আরো ভালো খেলতে উদ্বুদ্ধ করবে। তবে আমি সন্তুষ্ট নই আমার সামনে এখন লক্ষ্য শেষ দুটো ম্যাচে ক্লিন শিট রেখে দলকে চ্যাম্পিয়ন করা। সেই লক্ষ্যেই সোমবার মাঠে নামব। আমি মনে করি এখনো আমি সেরা ফর্মের কাছে পৌঁছাতে পারিনি। আর আমার এই সম্মান পাওয়ার জন্য দলের সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ কোচের কাছেও। তাই আমি ওদেরকেই এই গোল্ডেন গ্লাভস উৎসর্গ করতে চাই।”

বিশাল আরও বলেন, “আমার অসুস্থতার সময় দল যেভাবে আমার পাশে থেকেছে তাতে আমি আপ্লুত। সবুজ সমর্থকরা ও আমাকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, তা আমি কোনদিন ভুলবো না। সবাই আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। শুভকামনা জানিয়েছেন। এটা গোল্ডেন গ্লাভস এর চেয়েও আমার কাছে অনেক বেশি বড় পাওয়া। তাই সকলকে অনুরোধ করব, সোমবার আমাদের সমর্থন করতে মাঠে আসুন। আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।”

Share it