নিউজ ওয়েভ ইন্ডিয়া: লাল হলুদে এবার সম্ভবত Sergio Lobera যুগ শুরু হতে চলেছে। এমনই সম্ভাবনা প্রবল হয়েছে। ISL-এ যোগ দেওয়ার পর প্রথম তিন বছর একেবারেই সুখকর হয়নি শতাব্দী প্রাচীন এই ক্লাবটির। কিন্তু, সূত্রের খবর অনুযায়ী, মুম্বাই সিটি এফসি কে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ সের্জিও লোবেরা ইস্টবেঙ্গল এফসির হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন। লোবেরার হাত ধরে এবার স্বর্ণযুগে ফেরার স্বপ্ন দেখছেন লাল হলুদ সমর্থকরা।
গত তিন বছর শুধু ইনভেস্টারদের সঙ্গে দলাদলি, শেষ মুহূর্তে দল গঠন এবং কোচ-ফুটবলার অসন্তোষ ইত্যাদি নিয়েই ব্যতিব্যস্ত ছিল ইস্টবেঙ্গল ক্লাব। গত বছর স্টিফেন কনস্টান্টাইনকে কোচ করে আনলেও সাফল্য অধরাই থেকে গেছে। এইবার আই এস এল মরসুম শেষ হবার সাথেসাথেই ব্রিটিশ কোচকে বিদায় জানিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। কনস্ট্যান্টাইনের বদলে আই এস এল-এ সাফল্য পাওয়া কোনও কোচকে চাইছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। ইনভেস্টার ইমামির সঙ্গে ক্লাবকর্তাদের আলোচনায় উঠে আসে সার্জিও লোবেরার নাম। লোবেরার মত হাইপ্রোফাইল কোচ মুম্বাইকে আইএসএল চ্যাম্পিয়ন করেছে। তার আগে এফসি গোয়াকেও চ্যাম্পিয়নশিপ-এর কাছাকাছি নিয়ে গেছেন তিনি। কিছুদিন ধরেই সের্জিও লোবেরা, অ্যান্তনিও হাবাস এবং কার্লোস কুয়াদ্রত, এই তিনটি নাম শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল হেড কোচ এর ভূমিকায়। প্রথমে বিবেচনায় এসেছিলেন জোসেফ গাম্বাউও।
তবে সবকিছুকে ছাপিয়ে গত কয়েকদিন ধরে সের্জিও লোবেরাকেই পাখির চোখ করেছিল ক্লাব কর্তৃপক্ষ। লোবেরাও কয়েকদিন সময়ও চেয়ে নিয়েছিলেন ম্যানেজমেন্টের কাছে। বর্তমানে চীনের একটি দ্বিতীয় ডিভিশন ক্লাবে কোচিং করাচ্ছেন লোবেরা। তিনিও চাইছিলেন সেখান থেকে ভারতীয় কোনও প্রথম ডিভিশন দলে কোচিং করাতে। তাই ইস্টবেঙ্গলের অফার যথেষ্ট মনে ধরেছিল এই স্প্যানিশ কোচের। চুক্তি ছিন্ন করা নিয়ে চীনের ক্লাব কর্তৃপক্ষ ও সিটি গ্রুপের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে নিয়েছিলেন কয়েকটি দিন। তবে মঙ্গলবার বিকেলের যা সর্বশেষ খবর তাতে সের্জিও লোবেরাকেই হেডকোচ হিসেবে বেছে নিতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। বিশ্বস্ত সূত্রের খবর, লোবেরার ইস্টবেঙ্গল দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব নেওয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সইসাবুদ এখন শুধু সময়ের অপেক্ষা।
লোবেরা আই এস এল-এর ইতিহাসের অন্যতম সফল কোচ। পাশাপাশি তাঁর খেলানোর পদ্ধতিও যথেষ্ট আকর্ষণীয় এবং আক্রমণাত্মক ধাঁচের। লোবেরা কোচ হয়ে এলে ইস্টবেঙ্গল দলের আগামী মরসুমে আইএসএলের নকআউট পর্যায়ে পৌঁছাতে খুব একটা অসুবিধা হবে না। পাশাপাশি আরও একটি সুবিধা রয়েছে। লোবেরার হাত ধরে লাল হলুদ ব্রিগেডে আসতে পারেন বেশ কয়েকজন বড়মাপের দেশি ও বিদেশি ফুটবলারও। সুতরাং সামনের মরশুমে যে লাল হলুদ ব্রিগেড আইএসএল জয়ের অন্যতম দাবিদার হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।