বেশ কয়েক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন মন্দার রাও দেশাই
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: লাল-হলুদের নতুন হেড স্যার হিসেবে সের্জিও লোবেরার আসা একপ্রকার নিশ্চিত। আর এরপরেই দলবদলের মার্কেটে জাঁকিয়ে বসতে চলেছে ইস্টবেঙ্গল। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে বহু বছরের চুক্তিতে মুম্বাই সিটি এফসি লেফট-ব্যাক মন্দার রাও দেসাইকে সই করতে প্রস্তুত ইস্টবেঙ্গল। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, যে প্রাক্তন এফসি গোয়ার অধিনায়ক খুব বেশি গেম টাইম পাচ্ছিলেন না। প্রথম একাদশে থাকার জন্য লড়াই করেছেন বিগ্নেশ দক্ষিণামূর্তি এবং সঞ্জীব স্ট্যালিনের সঙ্গে।

মন্দার তার ক্যারিয়ার জুড়ে চারটি ক্লাবের হয়ে খেলেছেন, এফসি গোয়ায় 2014 মরসুমে আইএসএলে অভিষেক হওয়ার আগে ডেম্পো থেকে শুরু করেন। বেঙ্গালুরু এফসিতে অল্প সময়ের জন্য থাকার পরে, তিনি এফসি গোয়ার সঙ্গে একটি স্থায়ী চুক্তি স্বাক্ষর করেন এবং 2019 আইএসএল ফাইনাল, সুপার কাপ জয় এবং 2019-20 সালে লীগ বিজয়ী শিল্ডে দলকে নেতৃত্ব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এরপর তিনি 2020-21 মরসুমে মুম্বাই সিটি এফসিতে চলে যান এবং দলের আইএসএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লিগের ইতিহাসে মন্দারের দ্বিতীয়-সর্বোচ্চ আইএসএল উপস্থিত রয়েছে, সম্প্রতি প্রীতম কোটালকেও তিনি ছাপিয়ে গেছেন।

বলা বাহুল্য সের্জিও লোবেরার পছন্দের ফুটবলার মন্দার রাও দেসাই। লোবেরা ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় মন্দারও লাল-হলুদে আসতে দ্বিধা করছেন না। আইএসএলে মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ায় সফল ক্যারিয়ারের পর আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বহু বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিতে প্রস্তুত তিনি।

Share it