বাংলার ফুটবলের উন্নয়নে আইএফএ-র সঙ্গে হাত মেলাল বাংলা নাটক ডট কম
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বাংলার ফুটবলের উন্নয়নে আইএফএ-র সঙ্গে হাত মেলাল বাংলা নাটক ডট কম। বাংলার ফুটবলে যুব সমাজের বিকাশ ও সামাজিক উদ্যোগের ভাবনাকে জোরদার করতেই এই উদ্যোগ। এজন্য রাজ্য ফুটবল সংস্থা আইএফএ ও ইউনেস্কো স্বীকৃত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাংলা নাটক ডট কম-এর মধ্যে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হল বুধবার।

রাজ্য ফুটবল সংস্থা আইএফএ ও ইউনেস্কো স্বীকৃত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাংলা নাটক ডট কম-এর মধ্যে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হল বুধবার
রাজ্য ফুটবল সংস্থা আইএফএ ও ইউনেস্কো স্বীকৃত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাংলা নাটক ডট কম-এর মধ্যে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হল বুধবার

মউ চুক্তি অনুযায়ী,এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে বাংলার গ্রামগঞ্জে ফুটবল এর বিকাশের লক্ষ্যে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ-র সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি এবং বাংলা নাটক ডট কম-এর প্রতিষ্ঠাতা অমিতাভ ভট্টাচার্য।

উপস্থিত বিশিষ্টজন সকলেই আশা প্রকাশ করেন ফুটবল বিষয়ে আইএফএ এর অভিজ্ঞতা ও সামাজিক ক্ষেত্রে বাংলা নাটক ডট কম-এর অভিজ্ঞতা, দুয়ের সংযুক্তিতে বাংলা ফুটবলে উন্নয়নের জোয়ার আসবে। এই চুক্তির মূল ভাবনা অনুযায়ী, মূলত গ্রামাঞ্চলে কোচিং সেন্টার ও অ্যাক্যাডেমিগুলিকে জোরদার করা হবে। বিভিন্ন বানিজ্যিক সংস্থার সামাজিক দায়বদ্ধতার জন্য ব্যয় করা অর্থ কীভাবে ফুটবলের কাজে আনা যায়, সে বিষয়ে আইএফএ কে প্রয়োজনীয় পরামর্শ দেবে বাংলা নাটক ডট কম। এমন কী বিদেশ থেকে ফুটবল প্রশিক্ষক ও অন্যান্য প্রযুক্তিগত সাহায্য আনার বিষয়েও আইএফএকে সহায়তা করবে বাংলা নাটক ডট কম। বিভিন্ন প্রকল্পে বিদেশি অনুদান আনার বিষয়েও সহায়তা করবে বাংলা নাটক ডট কম।

Share it