বারবার LAC লঙ্ঘন করে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিন। ভারত তার যোগ্য জবাব দিয়েছে। সীমান্তে অনেক সংঘম দেখিয়েছে ভারতীয় সেনা। যদিও সবরকম পরিস্থিতির মোকাবিলায় তৈরি রয়েছে ভারতীয় সেনা। সংসদে ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে লোকসভায় বিবৃতি দিতে গিয়ে একথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দেখুন ভিডিও:
#WATCH Defence Minister Rajnath Singh makes a statement on India-China border issue, in Lok Sabha (Source: Lok Sabha TV) https://t.co/1dlRokI1It
— ANI (@ANI) September 15, 2020
আরও পড়ুন: সংসদের বাদল অধিবেশন শুরুর আগে চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পূর্ব লাদাখে অতিরিক্ত চেনা মোতায়েন করেছে চিন। ভারতও সীমান্তে শক্তি বাড়িয়েছে। যদিও রাজনাথ সিং জানিয়েছেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যার সমাধান চায় ভারত। তিনি বলেন, চিনের সঙ্গে প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রক স্তরে কথা হয়েছে। সেখানে ভারতের মনোভাব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে চিনকে। বৈঠকে এও বলা হয়েছে, চিনের সীমান্ত সমস্যা প্রভাব ফেলেছে দ্বিপাক্ষিক সম্পর্কে।
Troops are accordingly being provisioned with suitable clothing, habitat & required defence wherewithal. They are capable of serving at forbidding altitudes with scarce oxygen & in extremely cold temperatures, something that they’ve done over last many years on Siachen &Kargi: RM https://t.co/mK5SUvFtEi pic.twitter.com/vQBBP2fvPt
— ANI (@ANI) September 15, 2020
আরও পড়ুন: শুরুতেই ধাক্কা সংসদের বাদল অধিবেশনে; ৩০ জন সাংসদের কোভিড রিপোর্ট পজিটিভ
রাজনাথ সিং বলেন, দু’পক্ষকেই মানতে হবে LAC। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে হবে দু’পক্ষকেই। সীমান্ত সমস্যা মেটাতে আরও আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।