একদিকে করোনা সংকট, অন্যদিকে লাদাখ সীমান্তের চিনের সেনার উপদ্রপ। উভয় সংকটের মাঝে শুরু হল সংসদের বাদল অধিবেশন। তার আগে বর্তমানে প্রধান এই ইস্যুতে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের বাইরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি আত্মবিশ্বাসের সুরে বলেন, “সংসদ থেকে প্রত্যেকে একসঙ্গে সেনার পাশে থাকার বার্তা নিশ্চিত করতে পারব।” করোনা পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে সংসদে আসার জন্য সব সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার ১৮ দিনের সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১ অক্টোবর পর্যন্ত।
দেখুন ভিডিও:
May the upcoming Parliament Session be a productive one. https://t.co/OKM4uTVnUG
— Narendra Modi (@narendramodi) September 14, 2020
বাদল অধিবেশন শুরুর পর চিন নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী ও দলের আর এক সাংসদ কে সুরেশ। ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে ইতিমধ্যেই সংসদের দুই কক্ষেই নোটিস দিয়েছেন বিরোধী দলগুলির একাধিক সাংসদ ৷ অধিবেশনের শুরুতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়-সহ সম্প্রতি প্রয়াত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ঘণ্টার জন্য মুলতুবি রাখা হয় লোকসভা ।
In a first-of-its-kind initiative, MPs register their attendance using the ‘Attendance Register’ App. A step forward in digitalising operations at the #Parliament.#MonsoonSession@Manekagandhibjp @dr_maheshsharma @jualoram @iShankarLalwani pic.twitter.com/2RL3ypsRGY
— LOK SABHA (@LokSabhaSectt) September 14, 2020
প্রধানমন্ত্রী বলেন, খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এবার সংসদের বাদল অধিবেশন বসছে। করোনা যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে কর্তব্যও। সাংসদদের ধন্যবাদ যে তাঁরা অধিবেশনে যোগ দিয়েছেন। তবে এবার রাজ্যসভা ও লোকসভার অধিবেশন দুটি ভিন্ন সময়ে বসবে। শনি ও রবিবারও চলছে অধিবেশন। এতে সম্মত হয়েছেন সাংসদরাও। করোনা থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দেখুন ভিডিও:
सभा ने देश की एकता-अखंडता की रक्षा में वीरगति को प्राप्त सशस्त्र सेना, अर्धसैनिक बलों के वीर सैनिकों व पुलिस बल के बहादुर जवानों को भी नमन किया। कर्तव्य पथ पर बलिदान देने वाले कोरोना योद्धा, डॉक्टर्स, चिकित्साकर्मियों, सफाइकर्मियों, पुलिसकर्मियों व स्वयंसेवकों का भी स्मरण किया। pic.twitter.com/Xh03ysIUiQ
— Lok Sabha Speaker (@loksabhaspeaker) September 14, 2020
একইসঙ্গে মোদি সতর্ক করে বলেন, “যত দিন না টিকা আসছে, করোনার সতর্ক সংক্রান্ত সুরক্ষা থেকে সরে আসা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব করোনার টিকা বাজারে আনার চেষ্টা চলছে বিশ্বের সবর্ত্র। আমাদের দেশের বিজ্ঞানীরাও পিছিয়ে নেই। তাঁরাও টিকা আবিষ্কারে সাফল্য লাভ করবেন এবং আমরাও সমস্যা থেকে রেহাই দিতে পারব দেশবাসীকে।”