Share it

শুরুতেই ধাক্কা খেল সংসদের বাদল অধিবেশন। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, সোমবার কমপক্ষে ৩০ জন সাংসদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যাঁদের মধ্যে রয়েছেন মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ে-সহ একাধিক নেতা। এছাড়া ৫০ জন সংসদ কর্মীও করোনা আক্রান্ত বলে জানা গেছে।

বাদল অধিবেশনের প্রথম দিনে সোমবার সংসদে প্রত্যেক সাংসদ, সাংবাদিক, গাড়ির চালক, কর্মীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হয়৷ রিপোর্ট আসতেই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়৷ লোকসভায় শুধু BJP-এরই ১২ জন, YSR কংগ্রেসের ২ জন, শিবসেনা, DMK ও RLP দলের একজন করে সাংসদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে৷

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার অধিবেশন শুরুর আগে সাংসদদের বসার জায়গাগুলি স্যানিটাইজ করা হয়েছিল। পাশাপাশি তাঁদের বেঞ্চের সামনে একটি করে প্লাস্টিক শিল্ডও বসিয়ে দেওয়া হয়। এদিন লোকসভা কক্ষে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। আর মূল চেম্বারের ঠিক উপরে ভিজিটর্স গ্যালারিতে হাজির ছিলেন ৩০ জনেরও বেশি সদস্য। লোকসভা চেম্বারে রাখা জায়ান্ট স্ক্রিনে দেখা যায় রাজ্যসভাতেও একইভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ হচ্ছে। ৬ জনের বসার জায়গায় বসেছেন ৩ জন।

কিন্তু, এদিন দুপুরেই আসে দুঃসংবাদ। ১৮ দিনের সংক্ষিপ্ত অধিবেশন চলবে ১ অক্টোবর পর্যন্ত। কিন্তু, শুরু দিনেই বড় ধাক্কা লাগল। এবার অধিবেশনের বাকিদিনগুলিতে সুরক্ষার কী ব্যবস্থা হয়, সেটাই এখন দেখার।

Share it