এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ি। বুধবার এ খবর জানিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী।
Yesterday, I was feeling weak and consulted my Doctor. During the course of my check up, I have been tested COVID 19 positive. I am at present doing well with the blessings and good wishes of all. I have isolated myself.
— Nitin Gadkari (@nitin_gadkari) September 16, 2020
একটি টইট বার্তায় তিনি বলেন, মঙ্গলবার শরীর সামান্য খারাপ ও দুর্বল থাকায় তিনি চিকিৎসকের পরামর্শ নেন। শারীরিক পরীক্ষা করান তিনি। এরপরই বুধবার তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এখন তিনি সকলের আশির্বাদ ও শুভেচ্ছায় ভালো আছেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কোভিড পজিটিভ হওয়ায় এখন আইসোলেশনে রয়েছে তিনি।
I request everyone who has come in my contact to be careful and follow the protocol. Stay safe.
— Nitin Gadkari (@nitin_gadkari) September 16, 2020
একইসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী পরামর্শ দিয়েছেন, গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সতর্ক থাকা ও নিয়ম পালনের।