নিউজ ওয়েভ ইন্ডিয়া: ISL-এ প্রথম ম্যাচে নামতে বাকি আর মাত্র চার দিন। তার আগে সমর্থদের উদ্দেশে মনকাড়া বার্তা দিলেন আদিল খান, টমিস্লাভ মার্সেলারা। বুধবার সকালে দলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওটিতে দলের তিনরকম কিটই পরে ছিলেন আদিল খানরা। তাঁদের সকলকেই সমর্থকদের উদ্দেশে বলতে দেখা যায়, আপনারা সকলেই আসল জার্সি কিনুন। নকল কিনবেন না। আপনাদের সমর্থন যখন হৃদয় থেকে উৎসারিত আসল ভালোবাসা, তখন নকল জার্সি কিনে মাতৃসমা ক্লাবকে সমর্থন করবেন না।
Reyaur Sports এবং ক্লাবের তরফে যৌথভাবে এই ক্যাম্পেন করা হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই অনলাইনে কেনা যাচ্ছে দলের জার্সি ও অন্যান্য সামগ্রী। সেই দিক থেকে ‘নকল হইতে সাবধান’ বার্তা দেওয়া ক্লাবের পক্ষ থেকে জরুরি ছিল বলেই মনে করছে অনেকে।