নিউজ ওয়েভ ইন্ডিয়া: আর মাত্র দু’দিন পরেই ISL-এ অভিযান শুরু করছে ATK Mohun Bagan। তার আগে বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় চমকে দেওয়া ছবি। দীপক টাংরি, সুমিত রাঠি থেকে শুরু করে জনি কাউকো, তিরি সকলেই অনুশীলন করছিলেন কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে। হঠাৎই কোচ নির্দেশ দিলেন কোলাসোদের।
দেখা গেল বার-পোস্ট বহন করে সকলে নিয়ে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তাতে সকলেই বেশ মজা পেয়েছেন। দীপক, কাউকোদের দেখা গেল হাসি মুখেই বারপোস্ট হন করছেন। সঙ্গে চলছে খুনসুটিও।
ক্লাবের তরফে এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই সমর্থকরা অবাক হয়ে যান। আসলে, ক্লাব সূত্রে জানা গেছে, দলের মধ্যে সংহতি, একতা বাড়াতেই এই অভিনব পন্থা নিয়েছেন কোচ হাবাস। বার্তাটা এমন যেন, ‘দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ’।