নিউজ ওয়েভ ইন্ডিয়া: 17 নভেম্বর 37 তম অল ইন্ডিয়া পোস্টাল টেবিল টেনিস টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। চলবে 21 নভেম্বর পর্যন্ত। সল্টলেকের নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টারের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর ক্যাম্পাসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উদ্যোক্তা ওয়েস্ট বেঙ্গল সার্কেল পোস্টাল স্পোর্টস বোর্ড।
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টেবিল টেনিসের প্রাক্তন জাতীয় কোচ ক্রীড়া গুরু শ্রী জয়ন্ত পুশিলাল। প্রাক্তন টেবিল টেনিস তারকা শ্রীমতি পৌলোমী ঘটকও (অর্জুন পুরস্কার প্রাপ্ত) বিশেষ অতিথি হিসেবে 17 নভেম্বর বুধবার সাই কমপ্লেক্সের উপস্থিত থাকবেন। থাকবেন মিস জে চারুকেশী (পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সরকার)।
সর্বমোট 163 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 100 জন পুরুষ ও 43 জন মহিলা। বিভিন্ন পোস্টাল সার্কেলের 19 দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে উদ্যোক্তাদের তরফে জানানো হয় ভারত সরকারের কোভিড প্রোটোকল মেনেই এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।