ATKMB
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: একনাগাড়ে অনুশীলন করে চলেছেন হুগো বোমাস, ডেভিড উইলিয়ামসরা। তাতে নানারকম বৈচিত্র। অপরদিকে টেনিস বলে অনুশীলন করে চলেছেন অমরিন্দর সিং, অভিলাষ পালরা। চলছে শারীরিক সক্ষমতা বাড়ানোর অনুশীলনও। ১৯ নভেম্বর ISL-এ প্রথম ম্যাচ খেলতে নামার আগে এ রকমই ছোট ছোট কোলাজ দেখা গেল অন্তনিও লোপজ হাবাসের দলের অনুশীলনে।

বেনোলিনের মাঠে শুক্রবার কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে নামার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। গতবারের মতোই কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ভালো শুরু করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। মনবীর সিং জানালেন, “গতবার অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার সেটা হতেই হবে। তার জন্য ভালো শুরু করাটা দরকার।”

টিম গেম এর উপর জোর দিচ্ছেন স্প্যানিশ কোচ অন্তোনিও লোপজ হাবাস। জানিয়ে দিলেন দলের প্রতিশ্রুতি মান ডিফেন্ডার এবার সিনিয়র দলে সুযোগ পেয়েছেন। বললেন, “হাবাসের তত্ত্বাবধানে অনুশীলন উপভোগ করছি। আমার ভুল ত্রুটিগুলো স্যার খুব সুন্দর ভাবে শুধরে দিচ্ছেন।”

এবার এটিকে মোহনবাগানে নতুন এসেছেন লিস্টন কোলাসো। এবারে মাঝমাঠ ও আক্রমণের সামঞ্জস্য রক্ষায় দলের অন্যতম ভরসা এই লিস্টন। বললেন, “চ্যাম্পিয়ন হওয়ার জন্যই সবুজ-মেরুন জার্সি পরে খেলার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটা ম্যাচে নিজেকে উজার করে দিতে চাই। আমাকে নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়েছেন কোচ। সেটাই করার চেষ্টা করছি।”

Share it