EB new Goalkeeper coach
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: SC East Bengal-এ এবার নতুন গোলকিপার কোচ নিযুক্ত হলেন লেজলি ক্লিভলি। তিনি একসময় বিশ্ববিখ্যাত ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি-এর গোলকিপার ছিলেন। রবিবার দলের তরফে এই খবর প্রকাশ করা হয়।

এর আগে বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল টিমের সদস্য ছিলেন লেজলি। এবার ম্যানুয়েল মানোলো ডিয়াজের টিমের সদস্য হিসেবে নিযুক্ত হলেন তিনি।

SC East bengal-এ যোগ দিয়ে লেজলি ক্লিভলি জানিয়েছেন, “আমি বিষয়টিতে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করার জন্য আমি বাঙালির ফুটবল আবেগটাকে বুঝি। বাংলাদেশের ফুটবল ফ্যানরা খুবই আবেগপ্রবণ। তাই ইস্টবেঙ্গলের মতো বড় ফুটবল ক্লাবে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত।”

প্রাক্তন চেলসি তারকা আরও বলেন, “আমি গোলকিপিংয়ের খুঁটিনাটি নিয়ে ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। দলের সেরাটা বের করে আনার জন্য কোনটা ঠিক আমি সেটা জানি। দলের তিনজন গোলকিপারই যথেষ্ট অভিজ্ঞ। আমি নিশ্চিত তাঁরা যথা সময়েই নিজেদের মেলে ধরবে।”

২০ বছরের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে লেজলি ক্লিভলির। ১৯৯৭ সালে Milwall FC-এর হয়ে কোচিং জীবন শুরু করেন UEFA ‘A’ লাইসেন্স হোল্ডার এই গোলকিপার কোচ। Fulham FC-তে এডউইন ভানডার সার ও মাইক টেলরের সঙ্গে কাজ করেছেন তিনি ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত। আরও এক ইংলিশ প্রিমিয়ার লিগ দল টটেনহ্যাম হটস্পার-এও কাজ করেছেন ৫৬ বছরের এই কোচ।

Share it