নিউজ ওয়েভ ইন্ডিয়া: রবিবাসরীয় জোড়া ম্যাচে আজ জমজমাট IPL। Kolkata Knight Riders বনাম Chennai Super Kings-এর ম্যাচের পাশাপাশি রয়েছে রোহিত বনাম কোহলির দ্বৈরথ। অর্থাৎ Mumbai Indians বনাম Royal Challengers Bengalore।
Ready to extend the 𝘱𝘶𝘳𝘱𝘭𝘦 patch 💪#CSKvKKR #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/ZbvAyGDm6h
— KolkataKnightRiders (@KKRiders) September 26, 2021
IPL 2021-এর প্রথমার্ধে KKR-এর ছবিটা ছিল ব্যর্থতার। IPL-এর দ্বিতীয় পর্ব শুরু হতেই অন্য নাইটদের দেখতে পাচ্ছে ফ্যানরা। আর KKR-এর এই স্বপ্নের প্রত্যাবর্তনের পিছনে অন্যতম কারণ দলের তরুণ প্রতিভারা। ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি মতো উঠতি প্রতিভাদের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যেই প্লে-অফে যাওয়ার স্বপ্ন দেখছে KKR। রবিবার অবশ্য নাইটদের তরুণ ব্রিগে়ডকে সামলাতে হবে এ বারের IPL-এর অন্যতম কঠিন চ্যালেঞ্জ। কারণ, বিপক্ষ অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। যাঁর মগজাস্ত্র গোটা ম্যাচের রং পালটে দিতে পারে একনিমেষে।
The p-RIDE journey kit:
Willow ✅
Pillow ✅
Yellove✅#CSKvKKR #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/tW6yBpQQTp— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 26, 2021
এদিকে রবিবারের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার Mumbai Indians-এর মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির Royal Challengers Bengalor। IPL-এর দ্বিতীয় পর্বের শুরুটা একেবারেই ভাল হয়নি এই দুই দলের। পরপর দুটি ম্যাচে হারতে হয়েছে তাদের। রবিবার জয়ের সরণিতে ফেরাই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের। এই ম্যাচে জয় না পেলে দুটি দলই কিন্তু প্লে-অফে যাওয়ার দৌড়ে পিছিয়ে যাবে।