নিউজ ওয়েভ ইন্ডিয়া: হর্ষল প্যাটেলের দুর্দান্ত হ্যাটট্রিকের জেরে বিধ্বস্ত মুম্বই। অধিনায়কের দলের কাছে হারতে হল সহ অধিনায়কের দলকে। হর্ষলের ম্যাজিক স্পেলের দৌলতেই Mumbai Indians-কে ৫৪ রানে পরাস্ত করল Royal Challengers Bengalore। IPL 2021 মরশুমের দ্বিতীয় পর্বে এই প্রথম জয় পেল বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট কোহলি।
টসে জিতে বিরাট কোহলীদের ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। RCB অধিনায়ক এদিনও ব্যাট হাতে সফল। ৫১ রান করেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৫৬ রান। মূলত এই দুই ব্যাটারের সৌজন্যে ১৬৫ রান তোলে RCB। ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন বুমরা। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে রান এলেও ব্যর্থ কুইন্টন ডি কক, ঈশান কিষান, সূর্যকুমার যাদব।
এদিকে ভালো খেলেও শেষরক্ষা করতে পারল না নাইটরা। রবীন্দ্র জাদেজার ১৯তম ওভারে তোলা ২২ রানই ঘুরিয়ে দিল ম্যাচের মোড়। শেষ ওভারের শেষ বলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের ফয়সলা হয়ে দাঁড়াল। চেন্নাই ইনিংসের ১৭তম ওভার পর্যন্ত পাল্লা ভারী ছিল কলকাতার নাইট রাইডার্সের দিকেই। কিন্তু ১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে ম্যাচ ঢলে পড়ে চেন্নাইয়ের দিকে। পরপর দুটো ছয় পরপর দুটো চার মেরে ২২ রান করে এক ওভারে।
তবে দলের এই পারফরম্যান্সে অধিনায়ক ইয়ন মরগ্যান খুশি। তিনি বলেন, ‘দুটো দলই ভালো ব্যাটিং ও বোলিং করেছে। আমি আমাদের কোনও গাফিলতি দেখতে পাচ্ছি না। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে অনেক ভালো খেলতে পারছি আমরা। আমাদের শুধু সুযোগগুলোর সদব্যবহার করতে হবে।’
প্রথমে ব্যাট করে KKR আজ করে ১৭১ রান। এদিন ব্যাট হাতে তেন কিছু করতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার। রাহুল ত্রিপাঠি করেন ৪৫ রান। নীতিশ রানা অপরাজিত ৩৭ রান করেন। দীনেশ কার্তিক করেন ২৬ রান। বোলিংয়ে এদিনও নজর কাড়েন বরুণ চক্রবর্তী। ম্যাচের শেষ ওভারে জোড়া উইকেট তুলে নেন সুনীল নারাইন।