Pritam Kotal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: AFC কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে Nasaf FC-এর কাছে ০-৬ গোলে পরাজয় হজম করতে পারছেন না সবুজ মেরুন ফুটবলাররাও। হেড কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের অধীনে দল বিদেশে দীর্ঘ অনুশীলন করলেও শেষরক্ষা হয়নি। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন ফুটবলার প্রীতম কোটাল।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি সবুজ মেরুন জার্সি পরে খেলার স্বপ্ন দেখেছি। এবং আমি ধন্য যে আমার সেই স্বপ্ন শুধু সফল হয়নি আমি ATK মোহনবাগান দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছি। যখন ফিরে আসছিলাম তখন আমার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন মনে হচ্ছিল যে আমাদের AFC কাপ জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছে। আমি নিজের সঙ্গেই কথা বলতে শুরু করেছিলাম গত কয়েকদিন ধরে। আমি অনুভব করতে পেরেছি, আমাদের দলের বেশ কিছু দুর্বল জায়গা আছে, যেগুলি ফুটবলের স্বার্থে শোধরাতে হবে। আমি নিশ্চিত, আমরা ঠিক পথেই আছি। আমরা আসন্ন ISL মরসুমে অত্যন্ত শক্তিশালী দল হিসেবে শুরু করব বলে আমি নিশ্চিত। আমরা ক্রমশ উন্নতি করছি। যতদিন না আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে, ততদিন এই পথচলা আমাদের জারি থাকবে।”


প্রীতম আরও বলেন, “আমাকে এবং দলকে সমর্থন করার জন্য সমস্ত সবুজ মেরুন সমর্থকদের আমার তরফে ধন্যবাদ। সমর্থকদের কষ্ট দেওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। কথা দিচ্ছি, আমরা আরও শক্তিশালী হয়ে প্রত্যাঘাত করব।”

Share it