নিউজ ওয়েভ ইন্ডিয়া: টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সোমবার এখবর নিশ্চিত করা হয়েছে। যদিও এখনও সাদা বলের অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেট খেলবেন ৩৪ বছরের এই ক্রিকেটার।
England all-rounder Moeen Ali announces retirement from Test cricket. The 34-year-old played 64 Tests and bagged 195 wickets and scored five centuries during his career.
(Photo credit: England and Wales Cricket Board) pic.twitter.com/ZdITCAF49g
— ANI (@ANI) September 27, 2021
মইন নিজে জানিয়েছেন, আরও দীর্ঘদিন ক্রিকেটকে উপভোগ করার জন্যই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। তবে টেস্ট ক্রিকেটের গুরুত্ব যে অপরিসীম সেকথা স্বীকার করেছেন এই অলরাউন্ডার।
৩৪ বছরের এই ক্রিকেটার ৬৪টি টেস্টে ১৯৫টি উইকেট নিয়েছেন। তাঁর ৫টি শতরানও রয়েছে।