DCvsKKR
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আগের ম্যাচে চোট পেয়েছিলেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেল। মঙ্গলবার দুপুরে ঋষভ পন্থের Delhi Capitals-এর বিরুদ্ধে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। সেক্ষেত্রে শারজার মাঠে রাসেলের পরিবর্তে বাংলাদেশ অলরাউন্ডার শাকিব-আল-হাসানকে খেলাতে পারে Kolkata Knight Riders।


রবিবার Chennai Super Kings-এর বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় চোট পান রাসেল। চোট এতটাই গুরুতর ছিল যে, ওই ম্যাচে ক্যারিবিয়ান অলরাউন্ডারের পক্ষে আর বল করা সম্ভব হয়নি। ডেথে প্রসিদ্ধ কৃষ্ণকে দিয়ে বল করাতে হয় KKR অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। এবং উনিশতম ওভারে প্রসিদ্ধকে বেধড়ক মেরে খেলা পুরো ঘুরিয়ে দেন CSK-এর রবীন্দ্র জাদেজা।


সোমবার সন্ধে পর্যন্ত যা খবর, নিশ্চিত করে বলার জায়গা নেই রাসেল নামছেনই। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোট পেলে কয়েকটা দিন লাগে পুরোপুরি সেরে উঠতে। সেক্ষেত্রে তাঁকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার। তবে বিকল্প হিসেবে সাকিবকে তৈরি রাখা হয়েছে।

Share it