নিউজ ওয়েভ ইন্ডিয়া: SC East Bengal-এর ম্যানেজার হিসাবে যোগ দিলেন মৃদুল বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লাল-হলুদের সহকারী কোচ হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। সন্তোষ ট্রফি জয়ী প্রাক্তন এই কোচকে এবার আসন্ন ISL-এ ম্যানুয়েল মানোলো ডিয়াজের কোচিং স্টাফের দলে দেখা যাবে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক রেনেডি সিং-এর পরে তাঁকে দ্বিতীয় ভারতীয় সহকারী কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিন দশকেরও বেশি কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের। কোচিং করিয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়ান অ্যারোজ, ভারত অনূর্ধ্ব 16 এবং ভারত অনূর্ধ্ব 19 দলের।
মঙ্গলবার দলের তরফে সোশ্যাল মিডিয়া পেজে অফিশিয়ালি এই নিয়োগের কথা জানানো হয়। দায়িত্ব পেয়ে মৃদুল বন্দ্যোপাধ্যায় বলেন, “ইস্টবেঙ্গলের মত দলের সঙ্গে কাজ করা সবসময় গর্বের বিষয়। এখানে নতুন ভূমিকায় আমাকে দায়িত্ব পালন করতে হবে এবং আমি সেই দায়িত্ব নিতে তৈরি আছি। আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে ভারতীয় ফুটবলের প্রশাসনিক ক্ষেত্রে। দলকে মাঠের ভেতর এবং বাইরে থেকে ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি চেষ্টা করব সবকিছু ঠিকঠাক ভাবে করার। আমি কোচিং অভিজ্ঞতা দিয়েও দলের পাশে থাকব। ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ আমি বুঝি, আমি এই পরিবেশেই বড় হয়েছি। তাই দলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
এর আগে দিল্লি ডায়নামোস-এর হয়ে ISL-এ কাজ করেছেন মৃদুল বন্দ্যোপাধ্যায় AFC ‘A’ লাইসেন্সের অধিকারী এই কোচ, বাংলার অনূর্ধ্ব 21 দলকে 2001 এবং 2002 সালে চ্যাম্পিয়ন করেছিলেন। এছাড়াও মহামেডান স্পোটিং-এর মতো দলকে 2016 সালে কলকাতা প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে তুলে এনেছিলেন। মৃদুলবাবু নিজে খেলোয়াড় হিসেবে কলকাতা ময়দানে বিভিন্ন ক্লাবের 1975 থেকে হাজার 1988 সাল পর্যন্ত খেলেছেন।