নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৩ উইকেটে শক্তিশালী দিল্লিকে হারিয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলল কলকাতা নাইটা রাইডার্স। ফলে প্লে অফের দৌড়েও টিঁকে থাকল KKR। Delhi Capitals-এর বিরুদ্ধে মাত্র ১২৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছিল KKR-এর। তবে, শেষপর্যন্ত কোনওক্রমে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলল ইয়ং মর্গানের দল।
Victory for @KKRiders! 👏👏
The #KKR unit return to winnings ways after beating #DelhiCapitals by three wickets. 👍 👍 #VIVOIPL #KKRvDC
Scorecard 👉 https://t.co/TVHaNsR1LN pic.twitter.com/nsR7oeMVRj
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
মঙ্গলবার শারজায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক। Eoin Morgan-এর সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা প্রমাণ করতে থাকেন KKR বোলাররা। দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে মাত্র ১২৭ রানে বেঁধে ফেলেন নাইট বোলাররা। ব্যাটের পর বল হাতেও এবার চমক দেখাতে শুরু করলেন ভেঙ্কটেশ আইয়ার। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২টি উইকেট দখল করেন নতুন নাইট তারকা। দুটি করে উইকেট নেন সুনীল নারাইন এবং লকি ফার্গুসনও। Delhi Capitals অধিনায়ক ঋষভ পন্থ ও স্টিভ স্মিথ দুজনেই করেন ৩৯ রান।
১২৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ধীরেসুস্থে ইনিংস গড়তে থাকে KKR। তবে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওপেনিং জুটিতে ২৮ রান তোলার পর ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে ভেঙে যায় Subhman Gill-এর সঙ্গে তাঁর জুটি। এক সময় ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে হারের ভ্রুকুটি দেখা দেয়। শেষ পর্যন্ত নীতীশ রানার এবং নারাইনের ব্যাটিংয়ের সুবাদে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় KKR।
এই জয়ের ফলে নাইটদের সামনে এখন প্লে-অফের হাতছানি। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট টেবিলে চার নম্বরেই রয়েছে KKR। পরবর্তী তিনটি ম্যাচের মধ্যে এখন অন্তত ২টি জিততে হবে মর্গানদের।