Share it

ফের নতুন রিক্রুট এসসি ইস্টবেঙ্গলে। তবে ফুটবলার বা কোচ নন। স্পোর্টস সায়েন্সের প্রধান হিসাবে যোশেফ রোনাল্ড ডি’ অ্যাঞ্জেলাস (Joseph Ronald D’Angelus)-কে । ২০২১-২২ মরশুমে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (Hero ISL) জন্য শনিবারেই চুক্তি সইয়ের কথা জানায় দল।

যোশের এর আগে ভুটানের জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত ছিলেন। যোশেফ শুধু স্পোর্টস সায়েন্স বিশেষজ্ঞই নন। ফিজিওথেরাপিস্ট এবং অ্যানালিসিস বিভাগও দেখবেন এসসি ইস্টবেঙ্গলে।

৪৮ বছরের এই মালয়েশিয়ান বংশোদ্ভূত PJ City FC এবং Negeri Sembilan FA এবং Hantharwady United FC-তে কাজ করেছেন। এর আগে ২০১২ সালে মোহনবাগান দলেও ফিটনেস কোচ হিসেবে তিনি কাজ করে গেছেন। সুতরাং কলকাতার ময়দান তাঁর হাতের তালুর মতো চেনা।

এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খুশি যোশেফ জানালেন, “ইতিহাস সমৃদ্ধ এই ক্লাবে যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। আমি খলোয়াড়দের তাদের কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে এসে তাদেরকে শারীরিক সক্ষমতার উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পছন্দ করি। এছাড়াও খেলোয়াড়দের চোট আঘাত থেকে রক্ষা করার জন্য বিশেষ পদ্ধতিতে কাজ চালাব আমি।” সাউথ এশিয়ান গেমসে ২০১৯ সালে রুপোর পদক পাওয়া যোশেফ আরও বললেন, “বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কোচের সঙ্গে আমি ইতিপূর্বেই কাজ করেছি।”

উল্লেখ্য, ২১ নভেম্বর তিলক ময়দান স্টেডিয়ামে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ISL অভিযান শুরু করছে লাল-হলুদ (SC East Bengal) শিবির।

Share it