Carles Cuadrat
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সের্জিও লোবেরাকে না পেলেও আরও এক ISL জয়ী প্রাক্তন কোচকে বেছে নিল লাল-হলুদ ব্রিগেড। প্রাক্তন ইন্ডিয়ান সুপার লিগ বিজয়ী কার্লেস কুয়াদরতকে সিনিয়র দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইমামি ইস্টবেঙ্গল এফসি তাদের নতুন প্রধান কোচ হিসেবে ৫৪ বছর বয়সী কুয়াদরতকে দুই বছরের চুক্তিতে নিয়োগ করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ২০১৬ সালে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসাবে ভারতে কোচিংজীবন শুরু কুয়াদ্রাতের। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রথম পর্বে বেঙ্গালুরুতে তাঁর সহকারি কোচ হিসেবে কোচিং জীবন শুরু। সেই সময় বেঙ্গালুরু ফেডারেশন কাপ এবং সুপার কাপ জেতে এবং দেশের প্রথম ক্লাব হিসাবে এএফসি কাপের ফাইনালে ওঠে।

২০১৮-য় বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পান। সে বছরই বেঙ্গালুরুকে আইএসএল জেতান তিনি। আইএসএলের ইতিহাসে কুয়াদ্রাতের বেঙ্গালুরুই প্রথম দল ছিল, যারা পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করে এবং ট্রফিও জেতে। পরের মরসুমেও বেঙ্গালুরুকে প্লে-অফে তোলেন কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে কুয়াদ্রাত বলেছেন, “আগামী দু’বছরের জন্য ইস্টবেঙ্গলের কোচ হতে পেরে আমি গর্বিত। ভারতের এত বড় একটা ক্লাব, যারা এত বছরে এতগুলি ট্রফি জিতেছে, তাদের থেকে কোচিংয়ের প্রস্তাব পাওয়া খুব উত্তেজক ব্যাপার। ভারতে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। এই দেশটাকে প্রচণ্ড ভালবাসি এবং বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই দেশে। এই ক্লাবের যে কোটি কোটি সমর্থক রয়েছেন তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করব।”

প্রধান কোচ হিসেবে মিঃ কুয়াদরতের নিয়োগ সম্পর্কে বলতে গিয়ে ইমামি কর্তা দেবব্রত মুখার্জি বলেন, “আমরা কুয়াদরতকে বোর্ডে আনতে পেরে খুশি। আমরা নিশ্চিত যে তার অভিজ্ঞতার বিশাল ভান্ডার এবং ভারতীয় ফুটবলে চিত্তাকর্ষক ট্র্যাক রেকর্ড আমাদের আরও উচ্চতা অর্জনের জন্য একটি শক্তিশালী দল তৈরি করতে সাহায্য করবে ভারতীয় ফুটবল।” তিনি আরও বলেছেন, “আমরা গত মরসুমে মিঃ স্টিফেন কনস্টানটাইনকে ক্লাবে তার পরিষেবার জন্য ধন্যবাদ জানাতে চাই । আমরা তার ভবিষ্যত প্রচেষ্টার জন্য তাকে অনেক মঙ্গল কামনা করি।”

ভারতে কোচিং জীবনে অনেক ক্লাব রেকর্ড গড়েছেন কুয়াদ্রাত। ২০১৮-১৯ মরসুমে টানা ১১টি ম্যাচে অপারাজেয় ছিল ব্লুজরা। এরমধ্যে টানা ছয়টি ম্যাচে জয় পেয়েছিল সুনীল ছেত্রীরা। সেই রেকর্ড হিরো আইএসএলে এখনও অক্ষত রয়েছে। এছাড়াও ২০২০-এর এএফসি কাপে পারো এফসিকে সর্বাধিক ৯-১ গোলে পরাজিত করার রেকর্ডও রয়েছে কুয়াদ্রাতের অধীনে।

বার্সেলোনা টিম থেকে উঠে আসা এই প্রাক্তনী ১৯৭৮ থেকে ৮৮ সাল পর্যন্ত এই ক্লাবেই ডিফেন্ডার হিসেবে খেলেছেন। ২০২০-২১ মরসুমে ভারত ছাড়ার পর তিনি সাইপ্রাসের একটি দ্বিতীয় ডিভিশন ক্লাবের সহকারী কোচ হয়েছিলেন। সেই ক্লাবকে প্রথম ডিভিশনে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কার্লোস কুয়াদ্রাতের। বর্তমানে ডেনিশ সুপারলিগের একটি ক্লাবে কোচিং করাচ্ছিলেন তিনি।

Share it