নিউজ ওয়েভ ইন্ডিয়া: টানা চার ম্যাচে জয় নেই দলের। খারাপ পারফরমেন্সের দায় নিয়ে সদ্য হেড কোচের দায়িত্ব থেকে সরে গেছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। এই পরিস্থিতিতে ATK Mohun Bagan কোচের অন্তর্বর্তী কোচ ম্যানুয়েল কাসাল্লানা ও সহকারী কোচ বাস্তব রায় নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এলেন।
এই মুহূর্তে দলের ফুটবলাররা প্লে অফ খেলার বিষয়ে মানসিকভাবে কতটা উজ্জীবিত তা জানতে চাওয়া হয়েছিল সহকারী কোচ বাস্তব রায়ের কাছে। তিনি বলেন, “এখনও ফুটবলাররা মানসিকভাবে দারুন অবস্থায় রয়েছে। দলের সকলেই মনে করছেন এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পরবর্তী ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি। ফুটবলাররাও নিজেদের সেরাটুকু দেওয়ার জন্য মুখিয়ে আছেন।”
নর্থইস্টের শক্তির দিকটা কী জানতে চাওয়া হলে বাস্তব রায় বলেন, “এখনও লিগ টেবলে কিছুই নিশ্চিত নয়। যে কোনও সময় যেকোনও টিম কয়েকটা ম্যাচ ভালো খেললে উপরে উঠে যেতে পারে আবার খারাপ খেললে নীচেও নেমে যেতে পারে। আগের ম্যাচেই এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে নর্থইস্ট সেটা দেখিয়েছে। আমরা প্রমাণ করেছি, ISL-এ অন্যতম সেরা টিম ATK Mohun Bagan। সেটা কাগজে কলমে নয়। তবে দুটো টিমই জেতার জন্য খেলবে। ম্যাচেও খুবই লড়াই হবে।”
কীভাবে খেললে ফের জয়ের সরণিতে ফেরা সম্ভব, সে সম্পর্কে বাস্তব রায় বলেন, “আমরা পুরো ম্যাচ ভালো খেলতে পারছি না। মাঝে খেলা থেকে হারিয়ে যাচ্ছি। সেটা হলে চলবে না এবং গোল করলেও গোল হজমও করতে হচ্ছে। সেটাও আটকাতে হবে।”