Juan Ferrando
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: Juan Ferrando-ই ATK Mohun Bagan-এর নতুন হেড কোচ। দলের তরফে সোমবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়েছে। তবে FC Goa-এর প্রাক্তন কোচের সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে সবুজ-মেরুনের তা স্পষ্ট করেনি মিডিয়া সেল।


এদিকে ATK Mohun Bagan-এর দায়িত্ব নিয়েই জুয়ান ফেরান্দো জানিয়ে দিয়েছেন, “মোহনবাগান একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের সুনাম রক্ষা করার জন্য আমি ১১০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। দলের সকলকে নিয়ে একসঙ্গে এখন থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি। আশা করছি, আগামীদিনে ভালো কিছু করতে পারব।”

বিস্তারিত আসছে…

Share it