Juan Ferrando
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ATK Mohun Bagan-এর হেড কোচ হতে চলেছেন জুয়ান ফারান্দোই। খুব তাড়াতাড়ি তাতে আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়তে চলেছে। যা শোনা যাচ্ছে, তাতে FC Goa কোচের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

জুয়ান ফারান্দোর সঙ্গে FC Goa-এর ২ বছরের চুক্তি রয়েছে। তাতে এবারের ISL-এর পরেই তাঁর চুক্তি খতম হচ্ছে। এই পরিস্থিতিতে মিউচুয়াল ভাবে গোয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও অসুবিধা নেই ফারান্দোর। সেক্ষেত্রে ATK Mohun Bagan তাঁকে পুরনো চুক্তির ক্ষতিপূরণ বাবদ নতুন চুক্তির টাকা নিশ্চিত করলেই সবুজ-মেরুন শিবিরের দায়িত্ব নেবেন জুয়ান।

সূত্রের খবর, এফসি গোয়া দলের সঙ্গেও ATKMB-এর বোঝাপড়া হয়েছে। তাতে খুব একটা আপত্তি নেই আরব সাগর পাড়ের দলটির। তবে, মোটা অঙ্কের চুক্তিই স্বাক্ষরিত হতে চলেছে বলে অন্দরমহলের খবর। সেটা হলে ISL-এ সর্বোচ্চ পারিশ্রমিকের কোচ হতে চলেছেন জুয়ান ফারন্দো।

Share it