Eelco Schattorie (File Pic)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ডিয়াজ়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। দু-পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে স্প্যানিশ কোচকে বিদায় দিতে চাইছে লাল-হলুদ কর্তারা। কিন্তু, তাঁকে ছাঁটাই করতে হলে দিতে হবে চুক্তির পুরো টাকা। তাই আলোচনার মাধ্যমেই চুক্তি শেষ করতে চাইছেন শ্রীসিমেন্ট ম্যানেজমেন্ট।

তবে এই মুহূর্তে ডিয়াজ়ের বিদায় যে আসন্ন, তা কার্যত মেনে নিচ্ছেন সকলেই। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, কে হেড কোচের দায়িত্ব নেবেন ম্যানুয়েল ডিয়াজ়ের জায়গায়? ক্লাবের একটি অংশ কোচিং স্টাফের মধ্যেই কাউকে এই দায়িত্ব দিতে ইচ্ছুক। সেক্ষেত্রে রেনেডি সিং বা মৃদুল বন্দ্যোপাধ্যায় কোচ হতে পারেন। আরেকটি পক্ষ ISL-এ কোচিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন কাউকে চাইছেন। আর সেক্ষেত্রে গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে থাকা এলকো সাত্তোরির দিকেই পাল্লা ভারী।

সূত্রের খবর, ইতিমধ্যেই Eelco Schattorie-এর সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই প্রেক্ষিতে কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন কোচের দিকেই পাল্লা ভারী বলা চলে। শুধু কোচই নয়, জানুয়ারি মাসে নতুন ট্রান্সফার উইন্ডো চালু হলে বিদেশি ফুটবলারদের কয়েকজনকে বদল করা হতে পারে। এক্ষেত্রে স্লোভেনিয়ান ফুটবলার আমির ডার্বিসেভিচের ওপরেই কোপ পড়ার সম্ভাবনা বেশি। বাদ যেতে পারেন আরও এক বিদেশি। তিনি সিডোল বা মার্সেলার একজন হতে পারেন।

Share it