KKR Team for IPL 2022
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: IPL-এর দ্বিতীয় দিনের নিলামের প্রায় শুরুতেই অজিঙ্ক রাহানেকে ন্যূনতম মূল্য ১ কোটি টাকা বেস প্রাইসে কিনে নিল Kolkata Knight Riders। জাতীয় দল থেকে ছিটকে যেতে বসা রাহানেকে কলকাতা কিনে নেওয়ায় অনেকেই অবাক।

টেস্ট ক্রিকেটে আউট অফ ফর্মের কারণে ছিটকে যেতে চলেছেন। সাদা বলের ক্রিকেটে বহু দিন ধরেই ব্রাত্য তিনি। শেষ একদিনের ম্যাচ খেলেছেন ২০১৮তে। শেষ টি২০, ২০১৬ সালের ২৮ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

এই পরিস্থিতিতেও রাহানেকে কেনার পিছনে যুক্তি দেখিয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধা। তাঁরা মনে করছেন KKR-এ এখনও ওপেনারের জায়গা ফাঁকা। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে রাহানে ওপেন করতে পারেন। তাতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন থাকবে। রাহানে দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করেছেন। তার সঙ্গে তাঁর অভিজ্ঞতাও কাজে আসতে পারে।

রাহানে ছাড়া ডানহাতি ব্যাটার রিঙ্কু সিংকে নিয়েছে KKR। নেওয়া হয়েছে বোলার রসিক সালামকে। ২০ লক্ষ টাকা বেস প্রাইসে নেওয়া হয়েছে তাঁকে। অলরাউন্ডার অনুকূল রায়কে নেওয়া হয়েছে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে। এছাড়াও উইকেট কিপার-ব্যাটার শেলডন জ্যাকসনকে নিয়েছে নাইটরা।

Share it